বড়দলে ছাত্রলীগ আওয়ামীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
আশাশুনি উপজেলার বড়দলে ছাত্রলীগ, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার বিকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ কর্মর্সচি পালন করা হয়।
চিহ্নিত জামায়াত, বি এন পি সন্তানদের বাংলাদেশ ছাত্রলীগ বড়দল ইউনিয়ন শাখার সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদদান করার প্রতিবাদে প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে ও মিছিলে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগ পুর্বোক্ত কমিটির সেক্রেটারী দীপক কুমার সানা, মুক্তিযোদ্ধা আঃ গনি প্রমুখ। বড়দল ইউনিয়ন আ’লীগের প্যাডে নেতৃবৃন্দের স্বাক্ষর সম্বলিত প্রত্যয়নপত্র সরবরাহ করে বক্তাগণ বলেন, সদ্য অনুমোদনকৃত ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সভাপতি নাহিদুজ্জামান বাবুর পিতা হাফিজুল ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি, তার চাচা মাফিজুল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক, চাচাত ভাই শরিফুল ইসলাম উজ্জল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক, আরেক ভাই রেজওয়ান ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক, চাচী জুলেখা বেগম বড়দল ইউনিয়ন জামায়াতের উপদেষ্টা, দুলাভাই আনারুল জামাতের রোকন ও নাশকতা মামলার আসামী এবং ফুফা ডাঃ আঃ মজিদ পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি। এককথায় পরিবারটি স্বাধীনতার পর থেকে অদ্যাবধি আ’লীগ বা কোন অঙ্গ সংগঠনের সাথে জড়িত নেই বা ছিলনা। কমিটির সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী মাদকদ্রব্য সহ সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন। তারা উক্ত জামাত-বিএনপির সন্তানদের বাদ দিয়ে পুনরায় আওয়ামী পরিবারের সন্তানদের নিয়ে পুনরায় কমিটি গঠনের জন্য জোর দাবি জানিয়েছেন।