দেবহাটায় প্রতারক চক্রের সদস্য আটকে সাহসী ভূমিকা রাখায় সংবর্ধনা প্রদান
দেবহাটার পারুলিয়ায় প্রতারকচক্রের হামলায় নিহত গৃহবধূ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় শহীদ আবু রায়হান চত্বরে পারুলিয়া মোটরসাইকেল চালক সমিতির আয়োজনে হত্যাকারীদের শাস্তি দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সাথে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করতে সাহসী ভূমিকা রাখায় মোটরসাইকেল চালক কামরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমাবেশে পারুলিয়া মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় হত্যাকারীদের শাস্তির দাবিতে বক্তব্য রাখেন শেখ মাসুদ রানা, সিরাজুল ইসলাম, নিহতের ছেলে আব্দুল গফুর, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোটরসাইকেল চালক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আমিনি।