আশাশুনিতে বৃক্ষমেলা প্রস্তুতি কমিটির সভা
আশাশুনিতে বৃক্ষমেলা- ২০১৮ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার শামছুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, অধ্যাপক হোসেন আলি, নার্সারী মালিক রবীন্দ্র নাথ ও ইয়াছিন আলি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৭, ৮ ও ৯ আগষ্ট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে এবং অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।