শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত
‘বাঘ বাচাই,বাচাই বন-রক্ষা পাবে সুন্দরবন’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে শ্যামনগরের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়। সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রফিক আহমেদ র্যালিতে নেতৃত্ব দেন। পরে মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাস আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক রফিক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কদমতলা স্টেশন অফিসার নাসিরউদ্দীন,রেঞ্জ সুপারভাইজার আবু জাফর প্রমুখ।
বক্তারা সুন্দরবন রক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন , বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে বাচাতে হলে বাঘকে বাচিয়ে রাখতে হবে।