রণবীরকে নিয়ে এবার বোমা ফাটালেন আলিয়া!
রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বলিউডে তাদের প্রেমের রসায়ন কারোরই অজানা নয়। আর এবার সেই প্রেম নিয়ে বোমা ফাটালেন বলিউডের এই নায়কা।
সম্প্রতি তাদের প্রেম হলেও দীর্ঘদিন থেকেই রণবীরকে পছন্দ করেন বলে জানিয়েছেন আলিয়া। ২০১৪ সালের যখন ক্যাটরিনার সঙ্গে রণবীরের প্রেম জমে ক্ষীর তারও আগে থেকেই এই নায়ককে পছন্দ করতেন নায়িকা।
করণ জোহরের ‘কফি উইফ করণ টক’ শোতে রণবীরের প্রতি তার গোপন ভালোলাগার কথা বলেই ফেলেন আলিয়া। কিন্তু মজার বিষয় হলো ভাললাগার সেই কথা রণবীরকে বলতে পারেননি নায়িকা।
এরপরে রণবীরের সঙ্গে দেখা হওয়ার পর সেই মুহূর্তটিও বেশ ভালো লেগেছিল বলে জানান আলিয়ার। আর সেই ভালোলাগা এতটাই বেশি ছিল যে তিনি রণবীরকে বিয়ে করারও সিদ্ধান্ত নিয়ে বসেন।
যদিও নায়িকা তার সেই ইচ্ছের কথা রণবীরের মা নীতু কাপুর কিংবা রণবীরকে জানান নি।
এদিকে, ২০১৮ সালে এসে সেই পছন্দের মানুষ রণবীরের সঙ্গেই প্রেমে মজেছেন আলিয়া। জানা গেছে, রণবীরের পরিবারেরও পুত্রবধূ হিসেবে আলিয়াকে খুব পছন্দ।