বঙ্গবন্ধু সাহিত্য সম্মাননায় ভূষিত হলেন কালিগঞ্জের মনজুর লুতফর রহমান
কালিগঞ্জ কলেজের পরিচালনা পর্ষদের আজীবন সদস্য, আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা মনজুর লুতফর রহমান শিক্ষায় ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু সাহিত্য পদকে ভূষিত হয়েছেন। গত শুক্রবার (২৭ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানে সম্মাননা ক্রেষ্ট, সনদ ও উত্তরিয় প্রদান করা হয়। কবি সংসদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সংসদের আয়োজনে এবং গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপনায় দশম বঙ্গবন্ধু কবিতা উৎসবে কবি সংসদ এর কেন্দ্রীয় সভাপতি ড. আরিফ বিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন টঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক, কবি রফিকুল হক দাদুভাই। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি সংসদের মহাসচিব কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক কবি, সাংবাদিক ও লেখকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমাজ সেবায় ও রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক, জনপ্রতিনিধি ও সমাজ সেবক মাছুম বিল্লাহ সুজন, কবি ও লেখক ইব্রাহিম খলিল, সাংবাদিকতা ও সাহিত্যে সুকুমার দাশ বাচ্চু ও হাফিজুর রহমান শিমুলকে বঙ্গবন্ধু সাহিত্য পদকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বিশেষ অবদান রাখায় ১১ জনকে বঙ্গবন্ধু সাহিত্য সন্মাননা ক্রেষ্ট, সনদ ও উত্তরিয় প্রদান করা হয়েছে।