দেবহাটায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা” শ্লোগানকে সামনে রেখে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টা দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালী আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। স্বাগত বক্তব্যে মেলার প্রতিপাদ্য নিয়ে আলোচনা রাখেন উপজেলা কৃষি অফিসার জসিমউদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সামাজিক বনায়ন অফিসার আবুল হাসেম, কেবিএ কলেজের অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সহকারী অধ্যাপক সিদ্দুকুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, বিআরডিবি’র চেয়ারম্যান আবুল কাশেম, বিআরডিবি অফিসার ইসরাইল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলাম, আহম্মদ সাঈদ, জিএম আল মামুন, আফজাল হোসেন, আলাউর রহমান, জাহিদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ ও ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে বক্তরা বলেন পৃথিবীতে বসবাসের জন্য গাছের বিকল্প নেই। তাছাড়া ফল থেকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাট্টি পূরণ করে। পরিবেশকে ভাল রাখতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। তাই আমাদের বাড়িতে ও পতিত জমিতে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজে পরিপূর্ণ করতে হবে। এদিকে, মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নাসার্রি মালিকরা তাদরে প্রদর্শনীয় ও বিক্রয় যোগ্য ফলজ-বনজ বৃক্ষের স্টল প্রদান করেছেন। এ মেলা চলবে আগামি ৩১ জুলাই পর্যন্ত। মেলার তিনদিনে থাকবে নানা আয়োজন।