দেবহাটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ
দেবহাটায় সেসিপ প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি অফিসার জসিমউদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক পরিমল গাঁতিদার, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোরর্শেদ, নাংলা ফতেমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ।