দেবহাটায় ছাত্রছাত্রীদের বয়ঃসন্ধিকাল সম্পর্কে সচেতনতায় মূলক কর্মশালা
দেবহাটার ৫ ইউনিয়নের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের নিয়ে ২দিনের কর্মসূচির উদ্বোধন হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের আয়োজনে জাইকা’র সহযোগীতায় ডিজিটাল সেন্টারের সভাকক্ষে ২দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন হয়। ছাত্রছাত্রীদের মাঝে বয়ঃসন্ধিকাল সম্পর্কে সচেতনতায় মূলক কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রনজিত রায় ও জায়কার সমন্বয়কারী আব্দুস সালাম দায়িত্ব পালন করছেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। প্রশিক্ষণটিতে কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সখিপুর আলিম মাদ্রাসা, দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মোট ৫০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে। প্রশিক্ষণে বয়ঃসন্ধি কালে মানব দেহের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। এসময় বড়দের থেকে শারীরিক নির্যাতনের শিক্ষার হন অনেক শিশু। আবার অনেকে ভয়ে তাদের সমস্যার কথা কাউকে বলতে পারে না। তাই বয়ঃসন্ধি কালে পিতা, মাতা, শিক্ষক-শিক্ষকদের বন্ধু সুলভ হয়ে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা প্রদানের অনুরোধ জাননো হয়।