আশাশুনিতে মিনিস্টার মাইওয়ান প্লাজা উদ্বোধন করলেন চিত্র নায়ক ফেরদৌস
চিত্র নায়ক ও মিনিস্টার মাই ওয়ান কোম্পানির এম্বাসেডর ফেরদৌস আশাশুনি উপজেলার বুধহাটায় মিনিস্টার মাই ওয়ান প্লাজা উদ্বোধন করেছেন। রবিবার বিকালে বুধহাটা মুক্তার মার্কেটে প্লাজা (শোরুম) উদ্বোধন করা হয়।
লাল ফিতা কেটে উদ্বোধন শেষে শো রুমের বিভিন্ন মালামাল ঘুরে ঘুরে দেখেন। পরে শোরুমের বাইরে সড়কের উপর দাড়িয়ে থাকা হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ফেরদৌস। তিনি বলেন, মিনিস্টার মাইওয়ান দ্রব্য সামগ্রী স্বদেশী পণ্য। আমরা দেশের মানুষ দেশী পণ্য ক্রয় করবো। দেশের উন্নয়ন ঘটাবো। অনুষ্ঠানে কোম্পানির এজিএম সোয়েব আহমেদ ও আবুল পাশা, ডিএম শাহেদ আহমেদ, আরএম হাসানুর রহমান, মার্কেটিং অফিসার আলমগীর হোসেন, ইনভেস্টার গাজী আশরাফ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: