সাতক্ষীরায় স্ট্যান্ডার্ড ব্যাংকের দিনব্যাপী শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরায় স্ট্যান্ডার্ড ব্যাংকের দিনব্যাপী “প্রিভেনশন অব মানিলন্ডারিং এন্ড কমবেটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর তত্ত্বাবধানে সাতক্ষীরার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিপি ও মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের প্রধান সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএফআইইউ-এর উপ-মহাব্যবস্থাপক রুকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোতালেব হোসেন, বিএফআইইউ এর যুগ্ম পরিচালক এ.কে.এম. রমিজুল ইসলাম , উপ-পরিচালক ইকরামুল হাসান, সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক এ.কে.এম ওমর ফারুক প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এই কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে ব্যাংকারদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ।
এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ব্যাংকের ৮০ জন কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহণ করেন।