সাংবাদিকতায় অবদান রাখায় বিশেষ সন্মানে ভূষিত হলেন সাংবাদিক শিমুল
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, কবি সংসদ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক ভোরের পাতা, দৈনিক যুগের বার্তা, দৈনিক দেশ সংযোগ সহ একাধিক অনলাইন এর কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক ও কবি এম হাফিজুর রহমান শিমুল বঙ্গবন্ধু সাহিত্য সম্মেলন ২০১৮ এ বিশেষ সন্মানে ভূষিত হয়েছেন। শুক্রবার (২৭ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনের মাধ্যমে হাফিজুর রহমান শিমুলকে সন্মাননা ক্রেস্ট, সন্মাননা সনদ ও উত্তরীয় সন্মাননা প্রদান করা হয়।কবি সংসদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সংসদের আয়োজনে এবং গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপনায় কবি সংসদ এর কেন্দ্রীয় সভাপতি ড. আরিফ বিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক, কবি রফিকুল হক দাদুভাই। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি সংসদের মহাসচিব কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক।