শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম স্মৃতির স্মরণে বিনামূল্যে বই বিতরণ
বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম স্মৃতির স্মরণে সাতক্ষীরা সরকারী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৮ জুলাই বিনামূল্যে বই বিতরণ করা হয়।
শনিবার’১৮ সকাল ১১টায় খুলনা রোড মোড়স্থ মুক্তিযোদ্ধা চত্তরে বাংলাদেশ জাসদ কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠান যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী ও বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক। সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সংসদ এর সদস্য মোঃ মোকলেছুর রহমান। পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন।