রেউইবাজার হতে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ঠতার অভিযোগে ক্ষুদ্র ফল ব্যবসায়ী আটক
সাতক্ষীরা সদরের রেউই বাজার এলাকা হতে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ঠতার অভিযোগে আমের আলী(৩৩) নামের এক ক্ষুদ্র ফলের দোকানদারকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত আমের আলী রেউইবাজার এলাকার মৃত গফুর সরদারের ছেলে।শনিবার সন্ধা ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হারান চন্দ্র রেউই বাজারের আমের আলীর নিজস্ব ফলের দোকান হতে তাকে আটক করে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রেউইবাজারে আমিরুল নিজের ফলের দোকানে বসেছিল।দোকানের সামনে এসে হারান চন্দ্রসহ কয়েকজন ডিবি পুলিশ আমিরুলকে বলেন দোকান বন্ধ কর, স্যার তোকে দেখা করতে বলেছেন। এসময় আমিরুল বলে আমার অপরাধ কি? তখন তারা বলেন গাড়িতে ওঠ, ডিবি অফিসে গেলে বুঝতে পারবি তোর অপরাধ কি? এরপরপরই আমিরুলের হাতে হ্যান্ডক্যাফ পরিয়ে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। তার কাছে কিছু না পেয়েই তাকে আটক করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের পুলিশের পরিদর্শক হারান চন্দ্র আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ঠতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
Please follow and like us: