মেসি-রোনালদোকে পিছনে ফেলে সেরা মডরিচ!
বর্ষসেরা পুরস্কারের জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। চূড়ান্ত ফলাফল জানা যাবে ২৪ সেপ্টেম্বর। তার আগে চলবে ভোট। সদস্য দেশের অধিনায়ক, কোচ ও সাংবাদিক ছাড়াও ভোট দিতে পারবেন ফুটবল ভক্তরাও।
এদিকে স্প্যানিশ ভক্তদের ভোটের হিসাব করে সে দেশের গণমাধ্যম জানিয়েছে, লিওনেল মিস ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে হটিয়ে বেশি ভোট পেয়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ। তিন দিনে ৩০,৪১৩ জন স্প্যানিশ ফুটবল ভক্ত ভোট দিয়েছেন। তাতে সর্বোচ্চ ১৪,২২৭টি ভোট পেয়েছেন মডরিচ। এরপর ৫,৩৫০ ভোট পেয়েছেন রোনালদো, আর মেসি পেয়েছেন ৪,৩৮৪ ভোট।
রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্স-আপ হয় তারা।
তবে ফুটবলপ্রেমীদের মন জয় করে নেন মডরিচরা। ক্রোয়েশিয়ার অধিনায়ক মডরিচ নিজে জিতেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।