দেবহাটা গাঁজা সেবন কালে ৩জন আটক
দেবহাটায় আগর বাতি জালিয়ে গাঁজা সেবন কালে পুলিশের হাতে ৩জন আটক হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে দেবহাটা বাজারের পার্শ্ববর্তী স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, দেবহাটা গ্রামের আজান আলীর পুত্র ফারুক গাজী(৩৫), একই গ্রামের দিদার গাজীর পুত্র আহছানুল ইসলাম (১৮) ও আকবর শেখের পুত্র হাসান শেখ (২২)। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, এএসআই আমজাদ হোসেন, রাকিবুল ইসলাম তাদেরকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছিল।
Please follow and like us: