তালায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুহফুল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ হাদীউজ্জামান। সহকারী মৎস্য অফিসার নির্মল কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবেরসভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাস পরিচালক শেখ ইমান আলী প্রমুখ।
আলোচনা শেষে মৎস্য খাতের ৪টি বিভাগের সফলতা অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফল বাগদা চিংড়ী চাষী হিসেবে পুরস্কার পান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী প্রণব কুমার ঘোষ বাবলু। এ সময় মৎস্যজীবীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।