জগন্নাথপুর পানি নিষ্কাশনের পথ বন্ধ, কয়েকটি বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি
দেবহাটার নওপাড়া জগন্নাথপুর গ্রামের দীর্ঘ দিনের পানি নিষ্কাশনের এক মাত্র পথটি বন্ধ করায় কয়েকটি বাড়ি পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একারণে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। জনাযায় জগন্নাথপুর গ্রামের কওসার আলীর ছেলে রেজাউল ইসলাম, শহর আলীর ছেলে কওসার আলী ও শাহাদাৎ হোসেন. ওহাব আলীর ছেলে আব্দুল গফুরের বাড়ির পাশ দিয়ে দীর্ঘ দিন পানি নিষ্কাশন হয়ে আসছিল। কিন্তু প্রতিবেশী মোকছেদের ছেলে আলম, ওহাব আলীর ছেলে পিয়ার আলী ও আলিম একত্রিত হয়ে পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দেয়। যার কারণে কয়েকটি বাড়িতে ব্যাপক ভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এ কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েকটি পরিবারকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ১৫/০৭/২০১৮ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবব একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।