চন্দ্রগ্রহণের সময় শরীরী মিলনে বিপদ! কিন্তু কেন!
একবিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে আজ শুক্রবার। আজ চাঁদ ঘুরতে ঘুরতে প্রবেশ করবে একেবারে পৃথিবীর ছায়ার মধ্যে। যার স্থায়িত্ব হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট। যা সময়ের দিক থেকে এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। বাংলাদেশের শুধু গ্রহণ হওয়াই নয়, চাঁদ সেদিন সূর্যের আলো বিকিরণ করে লাল হয়ে যাবে। অর্থাৎ ব্লাড মুনও দেখা যাবে একইসঙ্গে। নাসা এমন তথ্য জানায়।
বাংলাদেশের মানুষও দেখতে পাবেন এই চন্দ্রগ্রহণ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ড থেকে শনিবার ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত চন্দ্রগ্রহণের পুরো ঘটনাটি ঘটবে। এর মধ্যে পূর্ণগ্রহণ শুরু হবে রাত ১টা ৩০ মিনিটে; আর পূর্ণগ্রহণ শেষ হবে রাত ৩টা ১৩ মিনিট ৩৬ সেকেন্ডে।
চাঁদ বরাবরই একটি রোম্যান্টিক বিষয়। এই মহাজাগতিক ঘটনার সময়, কারও মনে যৌনমিলনের আকাঙ্ক্ষা জন্মাতেই পারে।
কিন্তু গ্রহণের সময় কী করা উচিত, কী করা উচিত নয়— এ নিয়ে সংস্কার ও কুসংস্কারের শেষ নেই। তার মধ্যে অন্যতম নিদান হল— গ্রহণের সময়ে যৌন মিলন এড়িয়ে যাওয়া উচিত।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জ্যোতিষি সোনিয়া ভাগিয়া জানিয়েছেন, কেন গ্রহণের সময় যৌন মিলন উচিত নয়।