কালিগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ মামলায় সুমন মণ্ডল আটক
কালিগঞ্জ থানা পুলিশ স্কুল ছাত্রী অপহরণ মামলায় তিনজনকে আটক করেছে। কালিগঞ্জ উপ-পরিদর্শক প্রসেন সানা গতকাল কুশুলিয়া গ্রামের শীবু মণ্ডলের ছেলে সুমন মণ্ডল (৩৬) কে আটক করে থানায় নিয়ে আসে। তার শিকার উক্তি অনুযায়ী উজিরপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে এজাহার নামীয় আসামী বারী গাজীকে পুলিশ আটক করতে যেয়ে বাড়িতে না পেয়ে তার পিতা মাতাকে ধরে থানায় নিয়ে আসে। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলাম মনি নামের এক যুবকে আটক করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য যে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে স্কুল শেষে প্রাইভেট কোচিংয়ে যাওয়ার পথে গত ৪ এপ্রিল ২০১৮ তারিখ বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে মটর সাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় উপজেলা সদরের বাজার গ্রামের স্কুল ছাত্রীর পিতা দিপু তরফদার বাদী হয়ে সুমন মণ্ডল, তার পিতা শিবু মণ্ডল, মাতা সন্ধ্যা মণ্ডল ও সহযোগী বারী গাজীর নামে গত ৫ জুলাই কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলে পুলিশ সুমন মণ্ডল ও বারী গাজীর পিতা মাতাকে আটক করে। পরে থানা পুলিশ জিজ্ঞাসা বাদ শেষে বারীর পিতা মাতাকে ছেড়ে দেয়।