কালিগঞ্জে মাদক, জঙ্গি বিরোধী সভা ও মহিলা যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ মহিলা যুবলীগ কালিগঞ্জ শাখার আয়োজনে ২৮ জুলাই বিকাল ৪টায় কালিগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে কালিগঞ্জ মহিলা যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ মহিলা যুবলীগ সভাপতি ফতেমা ইসলাম রিক্তার সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুফি শেখ আতাউর রহমান, জেলা মহিলা যুবলীগের সভাপতি ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদক সাবিহা ইসলাম, কালিগঞ্জ মহিলা যুবলীগের সহ-সভাপতি স্বপ্না খাতুন, সাধারণ সম্পাদক রীনা ব্যানার্জী, কৃষ্ণনগর মহিলা যুবলীগের শ্যামলী অধিকারী প্রমুখ। কর্মী সম্মেলনে শ্যামলী অধিকারী কে আহবায়ক, যুগ্ম আহবায়ক সালমা আক্তার ও স্মৃতিরানী অধিকারীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কৃষ্ণনগর মহিলা যুবলীগের কমিটির ঘোষণা করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির উদ্যোগে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা ও গণস্বাক্ষর কার্যক্রম বাস্তবায়নে এক মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়। সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রচারণার লিফলেট ও বই উপস্থিত সকলের হাতে তুলে দেন। তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু ও গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এবং দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কাজ করার আহবান জানান।