কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান
কালিগঞ্জ উপজেলা মৎস্য উদযাপন কমিটির আয়োজনে ২৮ জুলাই বেলা ১১টায় কৃষি অফিসের হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য কালিগঞ্জ হ্যাচারি খামার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য অফিসার শফিকুল ইসলাম। অনুষ্ঠানে মৎস্য চাষি, ডিপো মালিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।