কলারোয়া জাসদের নব নির্বাচিত উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত
২৮ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কলারোয়া উপজেলার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পাবলিক ইন্সটিটিউট মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক সাতক্ষীরা-১(তালা-কলারোয়াা) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শামীমা আক্তার খুকুমনি, কলারোয়া উপজেলা জাসদের সহ সভাপতি মুনসুর আলী, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সমাজসেবা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শেখ নুরুল আলম, কলারোয়া পৌর কমিটির আহ্বায়ক শেখ আব্দুল হাকিম, সদস্য মোঃ সুরত আলী প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে (তালা-কলারোয়া) কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নে আগামী ৩১ আগস্টের মধ্যে ৭০টি কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় প্রধান অতিথি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।