আশাশুনিতে বজ্রপাতে নিহত-২
সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে মৎস্য ঘের মালিক ও কর্মচারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে।
বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের হরিপদ মন্ডলের ছেলে উদয় মন্ডল (৩২) প্রবীন সরকারের মৎস্য ঘেরে শ্রমিকের কাজ করতেন। ঘটনার সময় তিনি ঘেরে পেতে রাখা ঘুনি (আটন) ঝেড়ে মাছ ধরছিলেন। অকস্মাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেলা সাড়ে ৮ টা বাজলেও তিনি ফিরে না আসায় ঘের মালিক ঘেরে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। বুধহাটা ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অপরদিকে কাদাকাটি গ্রামের ইন্তাজ আলি সরদারের ছেলে মিকাঈল হোসেন (৩৫) বজ্রপাতে নিহত হয়েছেন। তিনিও শনিবার ভোরে বাড়ি থেকে বের হয়ে চৈতির বিল নামক বিলে তার নিজের মৎস্য ঘেরে আটন ঝাড়তে যেয়ে বজ্রপাতে নিহত হন। তিনি বাড়িতে না ফেরায় অনেক খোজখুজির পর তার ছেলে ও কন্যা মৎস্য ঘেরে গিয়ে তাকে মৃতাবস্থায় উদ্ধার করেন।
এব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ বলেন, ঘটনা টি শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত কেউ লিথিত অভিযোগ দেয়নি ।