অগোছালো থাকার ভালো-মন্দ

ঘরের ভেতর কি আপনার জামা কাপড় বা বই খাতা কলম যেখানে সেখানে পড়ে আছে ? আলমারি থেকে একটা জামা নিতে গেলে আরো দশটা কাপড় মাটিতে পড়ে যায়৷ আর পড়ার টেবিলের দিকে তো তাকানোই যায় না৷ আপনিও কি এমন অগোছালো? এতে ভয় বা মন খারাপের কিছু নেই, বরং এমন পরিবেশ আপনার সৃজনশীলতাকে বাড়িয়ে তুলবে৷

গোছানো ছিমছাম

গোছানো ছিমছাম ঘরদোর দেখলে কার না ভালো লাগে৷ বিশেষ করে প্রতিটি জিনিস জায়গামতো থাকলে খুঁজে পেতে কত সুবিধা হয়, তা সকলেই জানি৷ কিন্তু তা কি সবসময় সম্ভব?

মানসিক চাপ

বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে ঘরে ঢুকেই যদি দেখা যায় সবকিছু উলট-পালট হয়ে আছে, তাহলে মানুষের ভেতরেও এলোমেলো ভাব হয়৷ মানসিক চাপ আরো বেড়ে যায়৷ এতে জীবনযাত্রার মান কিছুটা নেমে যায় বৈকি!

সময় ও শক্তি

গোছানো পড়ার টেবিল বা গোছানো সবকিছুই নিঃসন্দেহে সময় বাঁচায়৷ জীবন কিছুটা হলেও সহজ করে৷ তবে গোছাতে কতটা সময় এবং শক্তি খরচ হয় সেকথা কিন্তু মানুষ প্রায়ই ভুলে যায়৷

অগোছালো, তবে দক্ষকর্মী

অ্যামেরিকান এক গবেষণা থেকে মনোবিজ্ঞানীরা জানিয়েছেন, অনেক কর্মী অফিসের দরকারি কাগজপত্র টেবিলে এলোমেলোভাবে একটার ওপর আরেকটা রাখেন৷ এবং সবচেয়ে নতুনটা রেখে দেন সবার ওপরে৷ আর এভাবে যাঁরা রাখেন, তাঁরাই নাকি দক্ষকর্মী৷

জার্মানরা ভীষণ গোছানো ও সুশৃঙ্খল জাতি

জার্মানদের বাড়িঘর, বাগান, সেলার, এমনকি গাড়ির গ্যারেজটি পর্যন্ত সুন্দরভাব গোছানো থাকে৷ যদিও নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে গোছানোর প্রবণতা অনেকটাই কম৷ এক সমীক্ষায় জানা গেছে, বাড়িঘর ভালোভাবে গোছানো না থাকলে নাকি শতকরা ৬৬ জন জার্মানই লজ্জা বোধ করেন৷ গোছানো মানুষকে ইতিবাচক বলে ধরে নেয়া হয়৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)