জাসদ তালা সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুরিয়া নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
২৭ জুলাই শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুরিয়া নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটি সকাল ১০ টায় যুগিপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরদার মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও আবু মুছার পরিচালনায় গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাসদ তালা উপজেলা সভাপতি বিশ্বাস আবুল কাশেম, আসাদ আলী সরদার, শেখ আশরাফুল ইসলাম, আকবর হোসেন, শেখ ইমরান আলী, সুমন হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু।
প্রধান অতিথি বলেন, আগামী সংসদ নির্বাচনে ১৪ দলীয় সরকারকে আবারো রাষ্ট্রক্ষমতায় আনার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Please follow and like us: