জাসদ তালা উপজেলার ইসলামকাঠি ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত
২৭ জুলাই শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ইসলামকাঠি ইউনিয়নের পুনর্গঠিত ইউনিয়ন কমিটির কর্মীসভা বিকাল সাড়ে ৪টায় সুজনশাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে খান ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও শেখ আজিজুর রহমানের পরিচালনায় এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, জাতীয় যুবজোট সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শুভ, সরুলিয়া ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক আবু মুছা, শেখ রবিউল ইসলাম, শেখ ইমরান হোসেন, ছাত্রলীগ, জাতীয় যুবজোট, জাতীয় নারী জোট নেতৃবৃন্দ।
কর্মীসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতির অংশ হিসাবে ইসলামকাঠি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, শেখ আজিজুর রহমান, খান ইলিয়াস হোসেন, হাসেম আলী সরদার, আব্দুল আলিম বিশ্বাস, অনুপ কুমার সরকার, আব্দুল আহাদ গাজী, আকরাম মোল্যা, আব্বাস আলী সরদার, নেপাল বিশ্বাস, সোনিয়া খাতুন, কার্তিক চন্দ্র, আফরোজ মোল্যা, শানাল মজুমদার ও শেখ ইসমাইল হোসেন। এসময় বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।