বিয়ের পরে নগ্ন হলেন অভিনেত্রী নেহা ধূপিয়া
বলিউড অভিনেত্রী নেহা ধূপিয়া। অনেকটাই নিরবে মাস কয়েক আগে নিজের বিয়ে সারেন এই অভিনেত্রী। এরপর ঢাকডোল পিটিয়ে হানিমুনে যান তারা।
তবে বিয়ের পরই এমনটা করবেন কে জানে! এবার অনেকটাই ভিন্নরুপে আবিস্কার করা গেছে নেহাকে। কদিন আগেই একটি হট ফটোশুটে অংশ নেন এই অভিনেত্রী। সেখানে ব্যাপক খোলামেলা হয়েছেন তিনি, যা নিয়ে বেশ আলোচনাও হয়।
নিজের ইন্সটাগ্রামেও সেই হট ছবি পোস্ট করেছেন নায়িকা।
তাতে নেহাকে আবিস্কার করা গেলো কেবল একটি টাওয়ালে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। কেবলমাত্র টাওয়াল জড়িয়ে একটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। আর এর বাইরে গায়ে কোন পোশাকই জড়াননি নেহা।
অনেকটা নগ্ন এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে হৈ চৈ পড়ে গেছে। শুধু টাওয়াল জড়িয়ে নেহার এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে রীতিমত আলোচনা।
অনেকেই সমালোচনাও করছেন নেহার। তবে এসবকে তোয়াক্কা করছেন না তিনি। তাই সমালোচনার বিপরীতে কোনো জবাব দিতেও দেখা যায়নি তাকে।