তালায় জাতীয় পার্টির মতবিনিময় সভায় অনুষ্ঠিত
তালায় উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশ টায় তালা সদর ডাকবাংলো কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় তালা উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এস, এম, নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সফল মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত।
মতবিনিময় অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন জাতীয়পাটির তালা উপজেলা যুগ্ম সম্পাদক এস, এম,জাহাঙ্গীর হাসান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, জাপা নেতা সাংবাদিক আব্দুস সালাম, মোঃ রহমত আলী, মোঃ জালাল বিশ্বাস, মোঃ আব্দুর রশিদ, মোঃ নুরুল আমিন, মোঃ রমজান আলী, যুসংহতী সভাপতি সরদার কবির আহমেদ, যুবসংহতী নেতা মোঃ লিটন , মোঃ আব্দুল হালিম, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির নেতা মোঃ হাফিজুর নেতা, মোঃ নেয়ামত আলী, মোঃ কামরুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী সরদার, যুগ্ম সম্পাদক মীর নাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাগর মোড়ল, জাতীয় শ্রমিক পাটির নেতা কাজী কামেল, প্রমুখ।
উক্ত সভায় আগত জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সফল মন্ত্রী সৈয়দ দিদার বখত কে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ওইক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া আগামী ৪ আগস্ট শনিবার সকাল ১০টায় তালা ডাকবাংলো চত্বরে জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ’ সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।