কলারোয়ায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাদ্রাসা ছত্রের নাম তানজিরুল ইসলাম অপু(১৫)। সে কলারোয়যার পাঁচ ধানঘোরা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ও কেরালকাতা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার বিকালে কেরালকাতা এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অপুু তার বড় ভাই দিপুর সাথে পাঞ্জাবি বানানোর উদ্দেশ্যে সাইকেল যোগে বাগআচড়া বাজারে যাচ্ছিল। এমন সময় পিছন থেকে দ্রুুতগামী একটি ট্রাক( নং ঢাকা মেট্রা-চ- ১১- ৭৭০৭) পিছন থেকে ধাক্কা দিলে অপু ঘটনাস্থলেই মারা যায়। বড়ভাই দিপু পড়ে যেয়ে মারাত্মক আহত হয়। পরে দিপুকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার( সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে ছেন।
Please follow and like us: