আকাশেও চলে দেহ ব্যবসা!
দেহ ব্যবসা! এর সঙ্গে জড়িত নেই কে! মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষসহ নানা জাতের অর্থলোভীদের সম্পৃক্ততা রয়েছে এর সঙ্গে। তবে অনেকে হয় ফোকাস, আবার অনেকে গোপনে চালিয়ে যান এই রমরমা ব্যবসা।
কিন্তু এবার ঘটলো ভিন্ন একটি ঘটনা। জানা গেলো, আকাশেও চলছে রমরমা দেহ ব্যবসা! আর কাস্টমার হলো, বিমানের বিজনেস ক্লাসের যাত্রী! দিনের পর দিন নাকি এমন কাজ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করে আসছিলেন এক বিমান সেবিকা! এবার ফাঁস হয়েছে তার সেই কীর্তিগুলো!
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, থাইল্যান্ডের এক বিমান সেবিকা নাকি বিমান উড্ডয়নের পর টয়লেটে ধনী যাত্রীদের সঙ্গে দেহ ব্যবসা করে নিজের ভাগ্য বদল করেছেন।
সেই খবরে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যের এক এয়ারলাইন্সের বিমান সেবিকা হিসেবে কাজ করতেন এই থাই সুন্দরী। গত দুই বছরে বিমান উড়ার পরেই যাত্রীদের সঙ্গে টয়লেটে যৌন ব্যবসা করতেন এই বিমানবালা। এটি করে ওই সুন্দরী নারী এক কোটি মার্কিন ডলার আয় করেছেন বলে সেই সুত্রে উল্লেখ করা হয়।
পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে গেলে, ওই থাই-সুন্দরী নিজেই স্বীকার করে বলেছেন, বহু যাত্রীর সঙ্গে চলন্ত বিমানের টয়লেটে তিনি যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। বিশেষ করে উপসাগরীয় ও যুক্তরাষ্ট্রের মতো দীর্ঘ বিমান যাত্রায় এটি বেশি হতো।
এদিকে ওই ঘটনায় বিমান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করেছে।
সম্প্রতি, আরবের একটি সাইটেও এই খবর প্রকাশ পায়। সেখানে ‘রাই আল ইয়াওম’ নামের আরবী ভাষার একটি ওয়েবসাইটে বলা হয়, ওই তরুণী নাকি গালফ এয়ারে কাজ করতেন। বিমানের যাত্রীদের সঙ্গে দেহ বিনিময় করে তিনি এক কোটি ডলার কামিয়েছেন।
সেখানে আরো বলা হয়, প্রতিবার যৌন সম্পর্কের জন্য ওই থাই তরুণী এক একজন যাত্রীর কাছ থেকে দুই হাজার ডলার করে নিতেন।
তবে সেই প্রতিবেদনেও তরুণীর পরিচয় মেলেনি। সেখানে উল্লেখ করা হয়েছে কমপক্ষে ওই তরুণী ৫০০ বারের মতো যৌন সম্পর্কে মিলিত হয়েছেন।