‘যতটা খুলতে হবে, ততটাই খুলবো’
জানভি কাপুর। তার একটি বড় পরিচয়, তিনি বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুর দম্পতির বড় মেয়ে। সম্প্রতি ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। এতে জানভির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।
ভারতের প্রায় দুই হাজার হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসে শুরুটাও বেশ ভালো হয়েছে ছবিটির। দুই দিনে এটি মোট আয় করেছে ১৯.৭৫ কোটি। করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান।
এদিকে একটি ছবি মুক্তির পরই লাইমলাইটে চলে এসেছেন জানভি কাপুর। এতে ভালো অভিনয়ের পাশাপাশি খোলামেলা রুপেও দেখা গেছে তাকে।
তবে কী খোলামেলা চরিত্রে অভিনয় করতে তার কোন আপত্তি নেই? সম্প্রতি একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জানভি এর উত্তর দিয়েছেন। বলেছেন, খোলামেলা হতে কিংবা বিকিনি পড়তে আমার কোন আপত্তি নেই। কিন্তু সেটা চরিত্র ও গল্পের সঙ্গে যেতে হবে।
মূলত চরিত্রকে ফুটিয়ে তুলতে সব কিছু করতেই রাজি আছি। যতটা খুলতে হবে, ততটাই খুলবো।
জানভি নিজেকে একজন প্রফেশনাল অভিনেত্রী হিসেবে সামনে প্রকাশ করতে চাই। এটা তার মায়েরও স্বপ্ন ছিলো। বাবাও এমন স্বপ্ন দেখছেন বলে জানালেন এই নায়িকা।