পাটকেলঘাটায় দুই মাদক সেবীর অর্থদণ্ড
পাটকেলঘাটায় দুই মাদক সেবীর অর্থদণ্ড দিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক অনিমেষ বিশ্বাস। থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদ পেয়ে খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে মাদক সেবনরত অবস্থায় খলিষখালী ইউনিয়নের দুধলিয়ার চর গ্রামের আমিন গাজীর পুত্র সেলিম গাজী(২৮), ওসমান গাজীর পুত্র আসমান গাজী(৩৩)কে হাতেনাতে আটক করে। পরে তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনিমেশ বিশ্বাসের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক ২২/১৮ এর মামলায় দুই মাদক সেবীকে ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
Please follow and like us: