কুশুলিয়া ইউনিয়ন পরিষদে শান্তি ও সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদে ২৫ জুলাই বেলা ১১টায় ব্র্যাক সামাজিক ক্ষতায়ন কর্মসূচির আওতায় শান্তি ও সম্প্রীতে নারী প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শান্তি ও সম্প্রীতি বিষয়ক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধ সচেতনতা মুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সংরক্ষিত ইউপি সদস্য ডানিয়া পারভীন চুমকি, খোদেজা পারভীন, জাহানারা বেগম, ইউপি সদস্য আব্দুল গফফার, মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা জঙ্গিবাদ ও উগ্রবাদের ক্ষতিকর দিক গুলো নিয়ে আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ ব্র্যাকের কর্মকর্তা ফয়জুল্যাহ হক।
Please follow and like us: