কালিগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে ২৫ জুলাই বুধবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির উদ্যোগে মাদককে না বলি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানবতা বিরোধীদের প্রতিহত করি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ি” এর আলোকে গনস্বাক্ষর সংগ্রহ ও জননেত্রী শেখ হাসিনার “উন্নয়নের প্রচার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জের কৃতি সন্তান, সাবেক পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সুফি আলহাজ্ব শেখ আতাউর রহমান। তিনি বলেন সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। আগামীতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সীটমহল, সুমদ্র জয়, রহিঙ্গদের আশ্রয়, পদ্ম সেতু, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ দেশের অগ্রগতি উন্নয়ন সম্বব হয়েছে। দেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খাঁন আসাদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ন মেহেদী হাসান সুমন, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, শ্যামনগর উপজেলা সন্তান কমান্ডের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহম্মেদ সোহাগ, উপজেলা মেম্বর এ্যাসোসিয়েশনের সভাপতি শামছুজ্জামান প্রমুখ।