আশাশুনির চাঞ্চল্যকর শিশু তৈয়বুর হত্যা মামলার বাদীপক্ষকে পুনরায় মারপিট
আশাশুনি উপজেলার নাকনায় চাঞ্চল্যকর শিশু তৈয়বুর হত্যাকাণ্ড মামলার বাদী পক্ষকে পুনরায় মারপিট করে বাড়ির গাছগাছালি কেটে উপড়ে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিশু তৈয়বুর (১০) হত্যার পর নিহতের মা নাকনা গ্রামের আব্দুল গনি পাড়ের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন আশাশুনি থানা ১৫(৫)১৮ নং মামলা দায়ের করেন। ইয়াছিনের স্ত্রী নার্গিস ও মহসিনের স্ত্রী খুকুকে ঘটনার পর পুলিশ গ্রেফতার করে। তারা সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। গত বৃহস্পতিবার বাকী আসামীরা আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে। মামলার পর থেকে আসামী পক্ষ বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি ধমকি দিয়ে আসছে। এমনকি গত ৬ জুলাই তারা মুখে কাপড় বেধে বাড়িতে গিয়ে মামলা তুলে নিতে হুমকি ধমকি দিয়ে আসে। গত ২৪ ও ২৫ জুলাই আসামী খলিলের ভাই আবু তালেব, আঃ আলিম, খলিলের জামাই নাসির পুনরায় বেপরোয়া হয়ে ওঠে। ২৫ জুলাই বেলা ১১.৩০ টার দিকে নিহত তৈয়বুরের ভাই তরিকুলকে বাড়ির সামনে মটর সাইকেল স্ট্যান্ড থেকে ডেকে বাড়ির পিছনে বিলে নিয়ে বেদম মারপিট করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আনসার ও সাবেক মেম্বার মুজিবর ঘটনাস্থানে গিয়ে তাদেরকে নিষেধ করলেও তারা শুনেনি। বরং মারপিটের পাশাপাশি বাড়িতে ঢুকে নারিকেল, জামরুল, সবেদা গাছসহ নানান গাছগাছালি কেটে ও উপড়ে নষ্ট করে। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আশাশুনি থানার ভার প্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দেব নাথ জনান, এব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।