আশাশুনির কাকবাসিয়া বেড়ী বাঁধের অবস্থা ভয়াবহ
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া গ্রামের বেড়ী বাঁধের অবস্থা খুবই ভয়াবহ রূপ নিয়েছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। স্থানীয় জনগণ বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করে চলেছে।
প্রখর খোল পেটুয়া নদীর প্রবল পানির চাপে কাকবাসিয়া নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধে ভাঙ্গন লেগে আছে দীর্ঘদিন ধরে। প্রতি বছর এলাকার মানুষ বাঁধ ভেঙ্গে যাওয়ার ভয়ে নির্ঘূম রাত কাটিয়ে থাকে। মাঝে মধ্যে বাঁধ ভেঙ্গে ভিতরে পানি উঠার ঘটনাও ঘটেছে। সম্প্রতি বাঁধের হাবিবুর রহমানের মৎস্য ঘেরের কাছে ২ শতাধিক হাত এলাকার খুবই সংকীর্ণ হয়ে গেছে। পানির তোড়ে বাধের কিছু কিছু অংশ ভাংতে ভাংতে বর্তমানে ভয়াবহ রুপ নিয়েছে। এলাকার ৩/৪ শত মানুষ গত ৫/৬ দিন যাবৎ বাঁধ রক্ষায় কাজ করে আসছেন। ইতিমধ্যে প্রায়ে ২০০০ বাঁশ ও ৬/৭ শত বস্তা দিয়ে স্বেচ্ছাশ্রমে মানুষ বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে। বাঁধটি রক্ষায় স্থায়ী কার্যক্রম বিশেষ করে ব্লক ফেলানোর ব্যবস্থা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছে।
এ বিষয়ে আশাশুনি থানার নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনিম বলেন কিছু দিন আগেও বাধ সংস্কার করা হয়েছে তবে এখন কি অবস্থাই আছে তা খোজ নিয়ে আমার পক্ষ থেকে যতোটা করা সম্ভব আমি তার ব্যস্ততা করবো ।