সাতক্ষীরা সরকারি কলেজের এল্লারচর মৎস্য ও চিংড়ি খামার পরিদর্শন
শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পরিপূর্ণতা অর্জনের লক্ষ্যে এল্লারচর মৎস্য ও চিংড়ি প্রদর্শনী খামার পরিদর্শন করেছে সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীরা। আজ সকাল ১০ টায় প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে ক্লাসের সকল শিক্ষার্থী ফিংড়ির এল্লারচর মৎস্য ও চিংড়ি খামার পরিদর্শনে যান৷ পরিদর্শনকালে খামারে নিয়োজিত সিনিয়র সায়িন্টিক অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন প্রজাতির মাছ,চিংড়ি ও কাঁকড়ার উৎপাদন,পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ব্রিফ করেন। তিনি বলেন,আমাদের দেশের ও বিদেশের বাজারে মাছ বিশেষ করে চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে এবং আমাদের রপ্তানি আয়ের একটা বড় অংশই আসে হিমায়িত চিংড়ি থেকে। তিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে সাতক্ষীরায় উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের বিপুল সম্ভাবনা উল্লেখ করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,বর্তমান সরকার মৎস্য খাতের উন্নতির জন্য মৎস্য চাষিদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
সহকারী অধ্যাপক মোঃ ফারুক হোসেন শিক্ষার্থীদের পুরো খামারের কার্যক্রম ঘুরিয়ে দেখান এবং বর্ণনা করেন।
পরিদর্শনে অংশ নেওয়া ফারিহা নওশীন বলেন, “এতদিন পাঠ্যবই পড়ে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছি,কিন্তু আজ নিজের চোখে সব কিছু দেখে সত্যিই অনেক ভাল লাগছে”
হোয়াইট গোল্ডের সাতক্ষীরা চিংড়ি উৎপাদনে আরো এগিয়ে যাবে এটাই সকলের প্রত্যাশা।