মালয়েশিয়ায় বহুতলা ভবন থেকে পড়ে কলারোয়ার এক ব্যক্তির মৃত্যু
মালয়েশিয়ায় কর্মরত সাতক্ষীরার কলারোয়া উপজেলার পিছলাপুর গ্রামেররফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। ওই দেশের একটি ৩০ তলা ভবনে কাজ করার সময় অসাবধানতা বশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত সোমবার মালয়েশিয়ার বাংসার সাউথ নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত বকুল সরদারের ছেলে।
এলাকাবাসী জানায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য ও নিজের ভাগ্যোন্নয়নে মালয়েশিয়ায় যান রফিকুল ইসলাম। সেখানে কন্সট্রাকশন ফার্মে কাজ করতেন তিনি। ওই দিন কাজ করার সময় ৩০তলা থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রফিকুল। নিহত রফিকুলের স্ত্রী, ছোট দু’টি মেয়েসহ পরিবার-পরিজন রয়েছে। তার এমন মৃত্যুতে শোকে বিহবল হয়ে পড়েছেন স্বজনরা।
সবাইকে কাঁদিয়ে প্রবাসী রফিকুলের না ফেরার দেশে এমনভাবে চলে যাওয়া মেনে নেয়া কষ্টসাধ্য। নিহতের বাড়িতে কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।