দেবহাটায় এক শিশুকে হত্যার চেষ্টা : সৎ মা আটক
দেবহাটার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটিতে শিশুকে হত্যায় চেষ্টায় ব্যর্থ হওয়া সৎ মাকে আটক করেছে পুলিশ। শিশুর মা জেসমিন বেগম জানান, প্রায় ১০ বছর আগে পুষ্পকাটি এলাকার আব্দুল করিমের সাথে বিয়ে হয় আমার বিয়ে হয়। বিয়ের পর আমাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু আমার স্বামী প্রায় ৭ মাস আগে আরও একটি বিয়ে করে আমাকে তালাক দেয়। এরপর থেকে আমাদের ছেলে তানভীর (৮) আমার কাছে ও তার বাবার কাছে কিছু দিন করে থাকে। গত শনিবার সে পুষ্পকাটিতে আসে। সোমবার সন্ধ্যায় তানভীরের সৎ মা আজমিরা বাড়ির পাশের একটি বাগানে নিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। আজমিরা তানভীরকে মৃত্যু ভেবে আগাছা দিয়ে ঢেকে রেখে আসে। ঐদিন সন্ধ্যা ৭টার দিকে আনছার আলী বাগানের পাশদিয়ে যাওয়ার সময় শিশুর কান্না শুনে চিৎকার করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, ৮ বছরের শিশুকে হত্যার চেষ্টায় অভিযুক্ত সৎ মা আজমিরাকে আটক করা হয়েছে। শিশুর পিতা আব্দুল করিম বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। যার নং-০৮ তারিখ-২৪/০৭/১৮ ইং। পুলিশ হেফাজতে শিশু হত্যার চেষ্টার বিষয়টি নিজ মুখে শিকার করেছেন সৎ মা আজমিরা।