কলারোয়ায় কলেজছাত্রীর গলায় রশি দিয়ে আত্মহত্যা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামে শ্রাবণী সুন্দরী(১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
শ্রাবণী সুন্দরী পাঁচপোতা গ্রামের শামসুজ্জামানের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠেনি শ্রাবণী। ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় ডাকাডাকির এক পর্যায়ে ঘরের মধ্যে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় মা-বাবা। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কলারোয়া থানার এসআই ইসমাইল হোসেন দৈনিক সাতক্ষীরা কে জানান, মেয়েটি বঙ্গবন্ধু মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। পরিবারের কারো সঙ্গে কোন ঝগড়া বা মনোমালিন্য হয়নি বলে ঘটনার তদন্তে জানা গেছে। নিজ ঘরে গলায় রশি দিয়ে মেয়েটি আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তাছাড়া পরিবারের কারো কোন অভিযোগও নেই। থানায় একটি ইউডি মামলা হয়েছে।