শ্যামনগরে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত-১
পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাতে ব্যবসায়ী ও সাংবাদিক আজিজুল হক মোল্যা (৪৫) গুরুত্বর আহত হয়েছে। সে শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের মৃত মনোহর মোল্যার ছেলে ও সাপ্তাহিক সূর্যের আলোর নূরনগর প্রতিনিধি।
এ ঘটনায় তার স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানাযায়, গত ২২ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টায় রামজীবনপুর গ্রামের মোঃ মোক্তার সরদারের ছেলে আব্দুল কাদের ও আবুল হোসেন, উত্তর হাজীপুর গ্রামের শ্রী অশোক সাহার ছেলে তপন সাহা সহ তাদের সহযোগিরা দলবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে নূরনগর বাজার সন্নিকটে দূর্গামন্দিরের পার্শ্বে আজিজুল হকের দোকানে জোর পূর্বক প্রবেশ করে দোকান ভাংচুর করে। বাধা দেওয়ায় আজিজুল হককে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী আঘাত করে গুরুত্বর জখম করে এবং দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ২লক্ষ টাকা ছিনতাই করে। তার ডাক চিৎকারে এজাহারের স্বাক্ষীগণ হাজির হয়ে সন্ত্রাসীদের কবল থেকে আজিজুল হককে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আজিজুল হক এর স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছে।
শ্যামনগর থানার এসআই ইমদাদুল হক বলেন,এজহার পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।