শ্যামনগরে শিশু ধর্ষণ চেষ্টাকারীর সাজা
শ্যামনগরে চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্রী (৯) কে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা ছাত্তার সানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গত রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ৫৭ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে। সে কাশিমাড়ী বল্লারটোপ গ্রামে মৃত ওমর আলী সানার ছেলে। পুলিশ সূত্র ও সরেজমিনে কথা হলে ছাত্তার সানা ঘটনার সত্যতা স্বীকার করেন। ওই শিশুর পিতা জানান, টাকার প্রলোভন দেখিয়ে তার শিশু কন্যাকে স্কুলের পাশে আড়ালে নিয়ে যায় ছাত্তার। এক পর্যায়ে পরনের প্যান্ট খোলার সময় পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের ছাদে অবস্থানরত মানুষ বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দেয়। এসময়ে ছাত্তার সানা দৌড়ে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্কুলের প্রধান শিক্ষক সাজিদা পারভীন অনাকাঙ্ক্ষিত ঘটনার সত্যতা স্বীকার করেন। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত করে ছাত্তার সানাকে ১৫ দিন সাজা দিয়েছেন।