শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে রেজিস্টার সহ দুইজনকে ২হাজার টাকা জরিমানা
আজ সোমবার বেলা ২টায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সুজন সরকার বিয়ে রেজিস্টার সহ দুইজনকে ২হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা ভূমি অফিস সূত্রে জানাযায়, নকিপুর জমিদার বাড়ী শেখ রেজাউল করিমের কন্যা মোছাঃ রেশমা খাতুনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে দেওয়া হচ্ছে। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, উপজেলা সংগঠক জাতীয় মহিলা সংস্থার মোঃ আনিসুর রহমান মল্লিক, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস ঘটনাস্থলে হাজির হন। ঘটনা সত্য হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকারকে নির্দেশ দেন। মোবাইল কোর্টের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) রেজিষ্টার যাদবপুর গ্রামের মাওলানা ইউনুস আলী ও তার প্রতিনিধি চন্ডিপুর গ্রামের আমিনুর রহমানকে ২হাজার টাকা জরিমানা করেছেন।