শ্যামনগরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন
শ্যামনগরে জাতীয় পাবলিক সার্ভিস ২০১৮ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষীন করে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা প্রকৌশলী আসিফ রেজা, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হক, বিআরডিপি কর্মকর্তা সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোটার্স ক্লাবের সভাপতি আল-ইমরান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ।