মুক্তিযোদ্ধা স.ম আব্দুর রউফ ব্রিজ পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান
মাটিয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন স.ম আব্দুর রউফ ব্রিজ পরিদর্শন করলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। সোমবার বিকালে তিনি মাটিয়াডাঙ্গাস্থ এ ব্রিজটি পরিদর্শন করেন। পরে সেখানে রুপালী সংঘের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুলিহর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ: রশিদ, সাংগঠনিক সম্পাদক বাবু গণেশ চন্দ্র, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জালাল উদ্দীন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ধুলিহর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বোরহান উদ্দীন, সহ-সভাপতি সালাম সানা, ধুলিহর ইউনিয়ন ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ মজিদ, রুপালী সংঘের এসএম সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন রুপালী সংঘের সভাপতি মঈনুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিদ্যুৎ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। উন্নয়ন যখন শুরু হয়েছে অবিলম্বে এটিও হবে। এ ব্রিজটি জেলা পরিষদের উদ্যোগে সংস্কার করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিবে দলমত নির্বিশেষে আমরা সবাই তার পক্ষে কাজ করে নৌকা প্রতীক কে বিজয়ী করে শেখ হাসিনা সরকার কে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সদস্য নাজমুল হুদা।