কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরি স্কুলে বিদায় সংবর্ধনা
কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরি স্কুলের আয়োজনে সোমবার (২৩ জুলাই) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরি স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি, সদ্য বিদায়ী ইউ এন ও গোলাম মাঈনউদ্দিন হাসান দেওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহম্মেদ মাছুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি গোলাম মাঈনউদ্দীন হাসান। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও বিদায়ী অতিথি কানিজ ফাতিমা তুবা, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব আবুল খায়ের, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহাসিন, সহকারী শিক্ষক দুলাল চন্দ্র বাছাড় প্রমুখ।বিদায়ী অতিথির স্মরণে মানপত্র পাঠ করেন ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল সহ স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা।এসময় বিদায়ী ইউ এন ও কে সন্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। তিনিও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবরেটরি স্কুলের জন্য একটি ল্যাপটপ প্রদান করেন।