কলারোয়ায় ওসি’র সাথে জেলা পরিষদ সদস্যের সৌজন্য সাক্ষাত
সাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়ার বিশিষ্ট সমাজ সেবক জননেতা আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। সোমবার দুপুরের দিকে ওসির অফিস রুমে সৌজন্যে সাক্ষাতে যান এই নেতা। এসময় তিনি নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান। কথা বলেন কলারোয়ার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে। তিনি এসময় নবাগত ওসি মারুফ আহম্মেদ’র সার্বিক কল্যাণ কামনা করেন। সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা যুবলীগনেতা স.ম গোলাম ছরোয়ার। ওসি মারুফ আহম্মেদ বলেন- কলারোয়া থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি সকলকে সাথে নিয়ে কলারোয়ায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চান। একই সাথে রাজনৈতিক নেতাদের এক হয়ে কলারোয়ায় আইন-শৃঙ্খলাখায় বিশেষ ভূমিকা রাখতে চান তিনি।
Please follow and like us: