‘স্বভাবে দৈত্য’, নেইমারের নতুন উল্কি
বিশ্বকাপ ফুটবলে সফলতা-ব্যর্থতা কাটিয়ে সারা বিশ্বের ফুটবলাররা এখনো মনোযোগী হচ্ছে ক্লাব ফুটবলে। নতুন উদ্যমে ফুটবল মাঠে নামার লক্ষ্যে নিজের বুকে নতুন এক ট্যাটু তথা উল্কি আঁকিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
ইউরোপিয়ান ফুটবলের মৌসুম আগামী আগস্টে শুরু হলেও, এখন চলছে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ। এই টুর্নামেন্টে খেলছে নেইমারের দল প্যারিস সেইট জার্মেইও (পিএসজি)।
তবে এখনই দলের সাথে যোগ দেননি পিএসজির সবচেয়ে বড় তারকা নেইমার। এর বদলে ছুটি কাটাচ্ছেন আপনজনদের সাথে। এই ফাঁকে সুযোগ পেয়েই নিজের বুকের উপরিভাগে নতুন উল্কি করিয়ে নিয়েছেন নেইমার।
যেখানে লেখা ‘Giant by Nature’ যার অর্থ দাঁড়ায় ‘স্বভাবে দৈত্য’। নেইমারের এই উল্কি তার সমালোচকদের প্রতি নীরব জবাব হিসেবেই দেখছেন অনেকে। কারণ রাশিয়া বিশ্বকাপে নেইমারের বারবার পড়ে যাওয়াকে ঘিরে তাকে দুর্বল বা শিশু হিসেবে আখ্যা দিয়েছিল অনেকেই। নিজের বুকে ‘দৈত্য’ লিখে তাদের একপ্রকার জবাবই দিয়ে দিলেন ব্রাজিলের এই তারকা।