স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবির। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটো, রিয়াজ মাহমুদ রানা, পৌর স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক আশরাফ খান সফি, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জল, মাজহারুল ইসলাম জীবন, জাহাঙ্গীর হোসেন, আনারুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সন্তু ঘোষ, মাসুদ রানা, রবিউল ইসলাম, সহ প্রমুখ। সভায় বক্তারা আগামী ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ গৃহিত সকল কর্মসুচি ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালন করার সিন্ধান্ত গৃহিত হয়।